ঢাকা,  বৃহস্পতিবার
২১ নভেম্বর ২০২৪

The Daily Messenger

একই স্থানে বিএনপির দুই পক্ষের সমাবেশ, ১৪৪ ধারা জারি

জয়পুরহাট প্রতিনিধি 

প্রকাশিত: ১৭:৪২, ১৭ অক্টোবর ২০২৪

আপডেট: ১৯:২৯, ১৭ অক্টোবর ২০২৪

একই স্থানে বিএনপির দুই পক্ষের সমাবেশ, ১৪৪ ধারা জারি

ছবি : সংগৃহীত

জয়পুরহাটের আক্কেলপুর পৌর  বিএনপির দুইটি পক্ষ একই স্থানে একই সময়ে পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

বৃহস্পতিবার (১৭ অক্টোবার) বেলা ৩টা থেকে রাত ১২ টা পর্যন্ত পৌরশহরের রাজকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকার এক কিলোমিটারের মধ্যে এই আইন বলবৎ থাকবে। এই নিষেধাজ্ঞার কথা জানিয়ে বৃহস্পতিবার দুপুর আড়াইটা থেকে আক্কেলপুর পৌরশহরে মাইকিং করা হচ্ছে। 

আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনজুরুল আলম বলেন, বিএনপি দুটি পক্ষ একই সময়ে একই স্থানের পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় বৃহস্পতিবার বিকেল তিনটা  থেকে রাত ১২ টা পর্যন্ত  রাজকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ এক কিলোমিটার এলাকাজুড়ে সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। 

উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে,  আক্কেলপুর পৌর বিএনপি আজ বৃহস্পতিবার বিকেল তিনটায় রাজকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে  পৌরসভার  ১,২ ও ৩ নম্বর ওর্য়াডের  বিএনপির ওর্য়াড কমিটি গঠনের  ঘোষনা দেয়। সকাল থেকে রাজকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ডেকোরেটর দিয়ে সাজানো হয়। এর আগে বুধবার সন্ধ্যায় পৌর বিএনপির একটি অংশ 'পকেট কমিটি' গঠনের চেষ্টা চলছে বলে অভিযোগ তুলে শহরে বিক্ষোভ সমাবেশ শেষে আক্কেলপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে  দলের গঠনতন্ত্র অনুযায়ী ওর্য়াড কমিটি গঠনের দাবি জানান। এরপর তারা আজ বৃহস্পতিবার বেলা তিনটায় রাজকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাল্টা প্রতিবাদ সমাবেশের আহ্বান করে। এনিয়ে উপজেলা ও পৌর বিএনপির দুটি আলাদা পক্ষের নেতা-কর্মীদের উত্তেজনা বিরাজ করছিল। আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কায় রাজকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ এক কিলোমিটার এলাকাজুড়ে প্রশাসন ফৌজদারী কার্যবিধির ১৪৪ ধারা জারি করে। 

বেলা তিনটায় রাজকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, পৌর বিএনপি ওর্যাড কমিটি গঠন উপলক্ষ ডেকোরেট দিয়ে একটি মঞ্চ বানিয়েছ। মঞ্চের সামনে পাতানো চেয়ারগুলো একজন ব্যক্তি সরিয়ে নিচ্ছিলেন। তখন দলীয় নেতা-কর্মীদের কেউ সেখানে ছিলেন না।

আক্কেলপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফাজ উদ্দিন বলেন,  আমরা নিয়মানুয়ী ওর্যাড কমিটি গঠনের জন্য রাজকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ নির্ধারণ করেছিলাম। দলের একটি পক্ষ ইচ্ছা করে একই স্থানে সমাবেশ ডেকেছে। একারণে প্রশাসন সেখানে ১৪৪ ধারা জারি করেছে। আমরা আইন মেনে অন্য কোন স্থানে কমিটি গঠন করব।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ময়নুল ইসলাম বলেন, রাজকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ এক কিলোমিটার এলাকায় ১৪৪ ধারা বলবৎ রয়েছে। যদি কেউ আইন ভেঙে সভা-সমাবেশ করতে চায় তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মেসেঞ্জার/রমি/সজিব