ছবি: মেসেঞ্জার
গাইবান্ধার ফুলছড়িতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও বাজার মনিটরিং করেছেন ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জগৎবন্ধু মন্ডল।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরের উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও থানা পুলিশকে সাথে নিয়ে কালিরবাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও কাঁচা বাজার মনিটরিং করেন তিনি।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জগৎবন্ধু মন্ডল বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে নিয়মিত মনিটরিং এর অংশ হিসেবে আজকে বাজার মনিটরিং করা হচ্ছে। এটি নিয়মিত অব্যাহত থাকবে। আজকে আমরা সরকার নির্ধারিত দরের সাথে দোকানদারদের বিক্রির দর মোটামুটি সামঞ্জস্য পেয়েছি।
বাজার মনিটরিং এর সময় তার সাথে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মিন্টু মিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ জহিরুল ইসলাম, ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মো. হাফিজুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা বেলাল হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সোহেল রানা, সহকারী প্রোগ্রামার কাজল মিয়া, ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ আলম যাদু, যুগ্ম সাধারণ সম্পাদক মজিবর রহমান, ব্যবসায়ী নেতা মিজানুর রহমান, আব্দুস ছাত্তার প্রমুখ।
মেসেঞ্জার/শাকিল/ফামিমা