ঢাকা,  শুক্রবার
১৮ অক্টোবর ২০২৪

The Daily Messenger

রায়পুরে নিত্যপন্যের বাজারে ইউএনও অভিযান, জরিমানা

রায়পুর (লক্ষীপুর) প্রতিনিধি

প্রকাশিত: ১৭:১৪, ১৮ অক্টোবর ২০২৪

রায়পুরে নিত্যপন্যের বাজারে ইউএনও অভিযান, জরিমানা

ছবি: মেসেঞ্জার

লক্ষ্মীপুরের রায়পুরে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে পৌর সভার বিভিন্ন বাজারে মনিটরিং করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক ইমরান খানসহ প্রসাশনের লোকজন এ অভিযান পারিচালনা করেন।

অভিযানে ভোগ্যপণ্যের যৌক্তিক মুনাফা, দাম নির্ধারণ, মূল্য তালিকা সংরক্ষণ, প্রদর্শনে ব্যবসায়ীদের নির্দেশ প্রদান করে। এসময় শহরে ফুটপাত দখল করে লোডিং-আনলোডিংয়ের করায় ৬টি গাড়ীতে মোবাইল কোর্ট পরিচালনা করে ২০ হাজার ৫'শ টাকা অর্থদ-আদায় করা হয়েছে। 

রায়পুরের ইউএনও ইমরান খান বলেন, দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে শহরের বিভিন্ন বাজার মনিটরিং করা হয়। এ সময় ৬টি যানবাহনে মোবাইল কোর্ট পরিচালনা করে  ২০ হাজার ৫'শ টাকা অর্থদ- আদায় করা হয়েছে। শহরে ফুটপাত ও রাস্তা দখল হওয়ার কারণে তীব্র যানজট লেগে থাকে প্রতিনিয়ত। ব্যবসায়ী ও ফুটপাত দখলদারদের সতর্ক করা হয়।  

 

মেসেঞ্জার/সুমন/ফামিমা