ঢাকা,  শনিবার
১৯ অক্টোবর ২০২৪

The Daily Messenger

মসিকের ৩৩ ওয়ার্ডে ১৪ জন সরকারি কর্মকর্তা দায়িত্ব প্রদান 

ময়মনসিংহ ব্যুরো 

প্রকাশিত: ২০:০৬, ১৮ অক্টোবর ২০২৪

মসিকের ৩৩ ওয়ার্ডে ১৪ জন সরকারি কর্মকর্তা দায়িত্ব প্রদান 

ছবি : সংগৃহীত

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সার্বিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ১৪ জন সরকারি কর্মকর্তাকে ৩৩ টি ওয়ার্ডের দায়িত্ব প্রদান করা হয়েছে। তারা সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরের দায়িত্ব পালন করবেন। তন্মধ্যে  চার জন কর্মকর্তাকে তিনটি করে ওয়ার্ডের দায়িত্ব পালন করবেন এছাড়া বাকি ১০ জন কর্মকর্তা দুটি করে ওয়ার্ডের দায়িত্ব পালন করবেন। 

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: ইউসুফ আলী (যুগ্মসচিব) ১৭ই অক্টোবর  স্বাক্ষরিত এক অফিস আদেশ জানানো হয়, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পুলিশ সুপার (অপারেশন) মোহাম্মদ নূরে আলম দায়িত্বপ্রাপ্ত ওয়ার্ড সমূহ ১৩, ১৪, ১৫, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ময়মনসিংহের পরিচালন ও সংরক্ষণ সার্কেল-১ তত্ত্বাবধায়ক প্রকৌশলী প্রকৌশলী এ কে এম জসীম উদ্দিন ওয়ার্ড নং ১৯, ২০, ২১, ময়মনসিংহ বিভাগের পরিচালক (স্বাস্থ্য) (ভারপ্রাপ্ত) ডা: প্রদীপ কুমার সাহা ওয়ার্ড নং ৭,৮,৯, বন বিভাগ ময়মনসিংহের বিভাগীয় বন কর্মকর্তা আ.ন.ম আব্দুল ওয়াদুদ ওয়ার্ড নং ২৩,২৪, ২৫। 

এছাড়া অন্যান্য কর্মকর্তাগন হলেন, ময়মনসিংহ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) আজিম উদ্দিন ওয়ার্ড নং ৩,৫,১০,  গণপূর্ত সার্কেল ময়মনসিংহের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ মোস্তফা কামাল ওয়ার্ড নং ২২, ২৬, সওজ ময়মনসিংহ সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো: রাশেদুল আলম ওয়ার্ড নং ২৭, ২৮, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, ময়মনসিংহ সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো: আবদুল আউয়াল ওয়ার্ড নং  ১৬, ১৭, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ.কে. এম, ইসমত কিবরিয়া ওয়ার্ড নং ১১, ১২, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ময়মনসিংহের উপপরিচালক মোঃ মতিয়ার রহমান ওয়ার্ড নং ৪.৬, পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ জেলা কার্যালয় উপ-পরিচালক মো: মেজ-বাবুল আলম ওয়ার্ড নং ১,২, বিআইডব্লিউটিএ ময়মনসিংহ অঞ্চলের নির্বাহী প্রকৌশলী (পুর) মোহাম্মদ মোহসিন মিয়া ওয়ার্ড নং ১৮,৩৩, প্রাথমিক শিক্ষা ময়মনসিংহের উপপরিচালক (ভারপ্রাপ্ত) তাহমিনা খাতুন ওয়ার্ড নং ৩১,৩২, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, ময়মনসিংহ অঞ্চলের উপ-পরিচালক রওশন আরা খান ওয়ার্ড নং ২৯,৩০। 

মসিক কমিটির সদস্যবৃন্দ স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ অনুযায়ী সিটি কর্পোরেশনের প্রশাসকের কর্মসম্পাদনে সহায়তা করবেন। স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ ২০২৪ এর ধারা ২৫ক এর উপধারা (৩) অনুযায়ী নিযুক্ত কমিটির সদস্যবৃন্দ কাউন্সিলরের দায়িত্ব পালন করবেন। 

মেসেঞ্জার/সজিব