ঢাকা,  শনিবার
১৯ অক্টোবর ২০২৪

The Daily Messenger

হাটহাজারীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে শিক্ষার্থীর মৃত্যু

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: ২০:৩৬, ১৮ অক্টোবর ২০২৪

হাটহাজারীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে শিক্ষার্থীর মৃত্যু

ছবি : সংগৃহীত

হাটহাজারীতে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে এস এম সায়েম মাহামুদ (২৩) নামে এক শিক্ষার্থী মারা গেছে। গতকাল বৃহস্পতিবার (১৭ অক্টোবার) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। সায়েম উপজেলার মেখল ইউনিয়নের এস এম সেলিম উদ্দিন ছেলে। সে হাটহাজারী কলেজের শিক্ষার্থী জানা যায়, সায়েম দীর্ঘ এক বছরের অধিক সময় ধরে ঘাতক ব্যাধি ক্যান্সর রোগে ভুগছিলেন। 

দীর্ঘদিন ভারতে চিকিৎসার পর কিছুটা সুস্থ হয়ে উঠেছিল। গত কয় দিন পূর্বে সে আবার শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়ে।

অসুস্থ হয়ে পড়ার পর তাকে প্রথমে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থা খারাপ দিকে গেলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার ডেঙ্গু সনাক্ত হয়। এই ডেঙ্গু আক্রান্ত হয়ে তার মৃত্যু হয় বলে তার পিতা হাটহাজারী উপজেলা ঠিকাদার সমিতির সভাপতি এস এম সেলিম উদ্দিন গনমাধ্যকে জানান।

মেসেঞ্জার/সজিব