ছবি: মেসেঞ্জার
শ্রীমঙ্গলে ২০২৪-২০২৫ অর্থ বছরে রাজস্ব বাজেটের আওতায় শ্রীমঙ্গল উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্থ প্রান্তিক মৎস্য চাষিদের মাঝে পোনা মাছ বিতরন করা হয়েছে।
শনিবার (১৯ অক্টোবর) সকাল ১১ টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চত্বরে এসব মাছের পোনা মৎস্য চাষিদের মাঝে বিতরন করা হয়।
শ্রীমঙ্গলের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, উপজেলার ৪৫ জন মৎস্য চাষির মাঝে ৬৬২ কেজি মাছের পোনা বিতরন করা হয়। এরমধ্যে ২৪ জনকে ২০ কেজি করে, ২০ জনকে ১০ কেজি করে ও একজনকে ১২ কেজি মাছের পোনা বিতরন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা, ড. মো: আরিফ হোসেন, সিনিয়র সহকারী পরিচালক মো: শাহনেওয়াজ সিরাজী,
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায় প্রমুখ।
মেসেঞ্জার/কাজল/আজিজ