ঢাকা,  বৃহস্পতিবার
২৬ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

বরগুনায় সংবাদ সংগ্রহ করায় সাংবাদিককে মারধর

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৫৭, ১৯ অক্টোবর ২০২৪

বরগুনায় সংবাদ সংগ্রহ করায় সাংবাদিককে মারধর

ছবি : সংগৃহীত

বরগুনায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে মাদক ব্যবসায়ীদের হাতে একাধিকবার মারধরের শিকার হয়েছেন বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের বরগুনা প্রতিনিধি মাসুম বিল্লাহ। 

শুক্রবার (১৮ অক্টোবার) রাতে বরগুনা পৌরমার্কেটে গণঅধিকার ফোরামের একটি অনুষ্ঠানের সংবাদ সংগ্রহের সময়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী শিশির চন্দ্র সরকার ও তার ভাই তপু সরকারের নেতৃত্বে হামলার এ ঘটনা ঘটে।

ঘটনা প্রসঙ্গে আরও জানা যায়, মারধরের কারণে আহত সাংবাদিক মাসুম বিল্লাহ হামলাকারীদের হাত থেকে রক্ষা পেতে বরগুনা প্রেসক্লাবে আশ্রয় নিলে তাকে উদ্ধার করতে আসে বরগুনা থানা পুলিশ। কিন্তু পুলিশ সদস্যদের সামনে আরেকদফা মারধরের শিকার হন তিনি। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে রাতেই বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসান বলেন, গণঅধিকার ফোরামের একটি অনুষ্ঠানে এই ঘটনা ঘটেছে বলে শুনেছি। লিখিত অভিযোগ পাওয়ার পরে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

মেসেঞ্জার/সজিব