ঢাকা,  সোমবার
২১ অক্টোবর ২০২৪

The Daily Messenger

কোডেকের পক্ষ থেকে শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপণ কার্যক্রম

কয়রা (খুলনা) প্রতিনিধি

প্রকাশিত: ২২:০২, ২০ অক্টোবর ২০২৪

কোডেকের পক্ষ থেকে শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপণ কার্যক্রম

ছবি : ডেইলি মেসেঞ্জার

খুলনার কয়রায় কোডেকের পক্ষ থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপণ করা হয়েছে।

রোববার (২০ অক্টোবর) উন্নয়ন সহযোগী সংস্থা অস্ট্রেলিয়ান এইড ও অক্সফাম ইন বাংলাদেশ এর আর্থিক সহযোগীতা  বিডফরসিজে প্রকল্পের আওতায়, কোডেক এর বাস্তবায়নে  কয়রা মদিনাবাদ দারুচ্ছালাম মহিলা মাদ্রাসায় বিভিন্ন ধরনের (ফলজ, বনজ, ঔষধি ও অলংকার) সহ মোট ৬০টি চারা রোপণ ও সংরক্ষণ এর জন্য ঘেরা দেওয়া হয়।  

বৃক্ষ রোপণ কালে মাদ্রাসার প্রধান শিক্ষকসহ ও স্কুলের অন্যান্য শিক্ষকবৃন্দ, কোডেক-বিডফরসিজে প্রকল্পকের প্রকল্প অফিসার রাসেল আমিন ও ফিল্ড অফিসার গাজী ফারুক হোসেনসহ স্কুলের ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

মেসেঞ্জার/সজিব