ঢাকা,  সোমবার
২১ অক্টোবর ২০২৪

The Daily Messenger

ভাষা আন্দোলনের নেতা অলি আহাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল 

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশিত: ২২:০৭, ২০ অক্টোবর ২০২৪

ভাষা আন্দোলনের নেতা অলি আহাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল 

ছবি : ডেইলি মেসেঞ্জার

ভাষা আন্দোলনের সিপাহসালার ও দেশবরেণ্য জাতীয় নেতা অলি আহাদের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (২০ অক্টোবর) বিকালে উপজেলার শাহবাজপুর প্রথম গেট (আশিক টি শপ সংলগ্ন) ব্রাহ্মণবাড়িয়া-০২ (সরাইল ও আশুগঞ্জ) উপজেলার জনগনের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলওয়াত করেন মুফতি শহিদুল ইসলাম। 

বিএনপি নেতা মুন্সী আমানুল্লাহ'র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, বিশেষ অতিথি ছিলেন বিএনপির আন্তর্জাতিক সহ -সম্পাদক  ব্যারিষ্টার রুমিন ফারহানা।

ইঞ্জিনিয়ার আরিফুল হক মুকুল পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, ডেমোক্রেটিক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক খোকন সেন, জেলা বিএনপির নেতা এড. সফিকুর রহমান সফিক,সরাইল বিএনপি সাবেক সাঃ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন মাস্টার, নবীনগর বিএনপি নেতা আনিছুর রহমান মঞ্জু, আশুগঞ্জের বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব, সরাইল সদর ইউপি চেয়ারনম্যান আব্দুল জব্বার প্রমুখ।

বক্তারা রাষ্ট্রভাষা আন্দোলনের অন্যতম নেতা ও ডেমোক্রেটিক লীগের সভাপতি অলি আহাদের বর্ণাঢ্য কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন। 

সভা শেষে প্রয়াত রাষ্ট্রভাষা আন্দোলনের অন্যতম নেতা ও ডেমোক্রেটিক লীগের সভাপতি অলি আহাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন মুফতি শহিদুল ইসলাম। 

মেসেঞ্জার/সজিব