ঢাকা,  শুক্রবার
০৩ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

আশুলিয়ায় ১০ লাখ টাকার গাঁজাসহ গ্রেপ্তার ২

সাভার (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত: ১৩:১০, ২১ অক্টোবর ২০২৪

আশুলিয়ায় ১০ লাখ টাকার গাঁজাসহ গ্রেপ্তার ২

ছবি: মেসেঞ্জার

ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে ১০ লাখ টাকা মূল্যের ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ (ট্রাক) জব্দ করা হয়েছে।

সোমবার (২১ অক্টোবর) বেলা ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর জালিস মাহমুদ খান। এর আগে, ভোর রাতে আশুলিয়ার জিরাবো এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- হবিগঞ্জ জেলার মাধবপুর থানার কাঠুয়া এলাকার মো. সাদ্দাম (৩৫) এবং একই এলাকার মো. শমসের আলী (৩১)। উদ্ধারকৃত ৩২ কেজি গাঁজার আনুমানিক অবৈধ বাজার মূল্য ১০ লাখ টাকা বলে জানা গেছে। 

র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর জালিস মাহমুদ খান জানান, গ্রেপ্তার আসামিরা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন স্থান থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে ঢাকার সাভার, আশুলিয়া, ধামরাইসহ বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মেসেঞ্জার/নোমান/আজিজ