ছবি : মেসেঞ্জার
শ্রীমঙ্গলে মসলার উন্নতজাত ও প্রযুক্তি সম্প্রসারন প্রকল্পের আওতায় দুই দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ আজ শেষ হয়েছে।
শ্রীমঙ্গল কৃষি অধিদপ্তরের আয়োজনে কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। রবিবার (২০ অক্টোবর) উপজেলার ৬০ জন কৃষাণ-কৃষাণী নিয়ে এ প্রশিক্ষণ শুরু হয়েছিল।
আজ সমাপনী দিনে প্রশিক্ষণে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মহিউদ্দিন।
প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের আকবরপুর কৃষি গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. হায়দার হোসেন, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের কৃষি সম্প্রসারন কর্মকর্তা উজ্জ্বল সূত্রধর, উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো. মাসুকুর রহমান প্রমুখ।
মেশেঞ্জার/কাজল/সৌরভ