ঢাকা,  বৃহস্পতিবার
৩১ অক্টোবর ২০২৪

The Daily Messenger

সরাইলে হত্যা মামলায় চুন্টা ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি 

প্রকাশিত: ১৩:২০, ২১ অক্টোবর ২০২৪

সরাইলে হত্যা মামলায় চুন্টা ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ছবি: মেসেঞ্জার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় একটি হত্যা মামলায় চুন্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও চুন্টা ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক হুমায়ুন কবিরকে গ্রেপ্তার করেছে সরাইল থানা পুলিশ। 

রোববার (২০ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে সরাইল থানায় কর্মরত এসআই মোঃ রহমান খান পাঠান সঙ্গীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে সরাইল-অরুয়াইল আঞ্চলিক সড়কের বিএডিসি সিএনজি ষ্টেশন এর সামনে রাস্তার উপর সিএনজি হতে তাকে গ্রেপ্তার করে পুলিশ। 

গ্রেপ্তারকৃত হুমায়ুন কবির উপজেলার চুন্টা ইউনিয়নের রসুলপুর গ্রামের মৃত আমির আলীর ছেলে।

এ ব্যপারে সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রাজ্জাক বিষয়টি নিশ্চিৎ করে বলেন, হত্যা মামলায় চেয়ারম্যান হুমায়ুন কবিরকে গ্রেপ্তার করা হয়েছে।আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

মেসেঞ্জার/রিমন/আজিজ