ঢাকা,  মঙ্গলবার
২২ অক্টোবর ২০২৪

The Daily Messenger

জোরারগঞ্জ বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন

মিরসরাই প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৩৭, ২১ অক্টোবর ২০২৪

জোরারগঞ্জ বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন

ছবি : মেসেঞ্জার

জোরারগঞ্জ বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। সোমবার (২১ অক্টোবর) বিকাল ৪:৩০ টায় উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ভূমি প্রশান্ত চক্রবর্তী এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।

এ সময় বাজারে বেশি দামে পণ্য বিক্রি এবং মূল্য তালিকা সংরক্ষণ ও প্রদর্শন না করার কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ২জন ব্যবসায়ীকে মোট ২৩০০০/-টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা জোরারগঞ্জ থানা সার্বিক সহযোগিতা প্রদান করেন। অভিযান শেষে সহকারী কমিশনার ভূমি প্রশান্ত চক্রবর্তী বলেন, বাজারে দ্রব্যমূল্যের ক্রমাগত মূল্য বৃদ্ধি রোধে এ অভিযান যতোদিন বাজার নিয়ন্ত্রণে না আসে ততোদিন অভিযান চলমান থাকবে।

মেসেঞ্জার/বাবলু/তারেক