ঢাকা,  মঙ্গলবার
২২ অক্টোবর ২০২৪

The Daily Messenger

২৪ এর গণ অভ্যুথানে

আহত-নিহতদের পরিবারকে ক্ষতিপূরণসহ ১০ দফা দাবীতে সংবাদ সম্মেলন

বরিশাল ব্যুরো 

প্রকাশিত: ১৩:৫৭, ২২ অক্টোবর ২০২৪

আহত-নিহতদের পরিবারকে ক্ষতিপূরণসহ ১০ দফা দাবীতে সংবাদ সম্মেলন

ছবি: মেসেঞ্জার

২৪ এর গণ অভ্যুথানে নিহত শহীদ ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তাসহ ১০ দফা দাবীতে সংবাদ সম্মেলন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত পরিবারের সদস্যরা।

মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল ১১ টায় বরিশাল প্রেসক্লাবের মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্বমেলনে শহীদ ও আহত পরিবারের সদস্যরা জানান, ২৪ এর গণ অভ্যুথানে বরিশাল বিভাগের ৬ জেলায় ৩০ জন শহীদ হয়েছেন। গুরুতর আহত হয়েছেন ৪০০ জন । যারা শহীদ হয়েছেন কিংবা গুরুতর আহত হয়েছেন তাদের কেউ কোন খোঁজ খবর নিচ্ছেন না। পরিবারের পূ:নবাসন করার পাশাপাশি দ্রুত উন্নত চিকিৎসার ব্যাবস্থা করার দাবী জানান তারা।

সংবাদ সম্মেলনে আহত ছাত্রদের প্রতিনিধি ও বৈষম্য  বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রহমাতুল্লাহ সাব্বির শহীদের রাস্ট্রীয় স্বীকৃতিসহ ৫ দফা ও আহতদের সু চিকিৎসার দাবীসহ ৫ দফার দাবী তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে সজীদ সেলিম তালুকদারের পিতা সুলতান তালুকদার, শহীদ মাতা সেলিনা বেগম, আহত শিক্ষার্থী জাকির হোসেনসহ আন্দোলনে অংশগ্রহনকারী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মেসেঞ্জার/সাঈদ/আজিজ