ঢাকা,  মঙ্গলবার
২২ অক্টোবর ২০২৪

The Daily Messenger

দোয়ারাবাজারে অধ্যক্ষের অপসারণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি 

প্রকাশিত: ১৬:২৮, ২২ অক্টোবর ২০২৪

দোয়ারাবাজারে অধ্যক্ষের অপসারণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

ছবি : মেসেঞ্জার

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বরইউড়ি বহুমুখী আলিম মাদ্রাসা'র অধ্যক্ষ মাওলানা সৈয়দ হোসেন কবিরের অপসারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে মাদ্রাসা ক্যাম্পাসে মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

এসময় শিক্ষার্থী ও অভিভাবকরা বলেন, ‘অধ্যক্ষ মাওলানা সৈয়দ হোসেন কবিরের বিরুদ্ধে আনিত সবগুলো অভিযোগ প্রমাণিত হয়েছে। অধ্যক্ষ ২০১৫ সালে দৈনিক ইনকিলাব পত্রিকায় ভুয়া বিজ্ঞাপ্তি প্রকাশ দেখিয়ে অর্থের বিনিময়ে ৪জন প্রভাষক নিয়োগ দিয়েছেন।

এছাড়াও ২০২০ সালে পরিচ্ছন্ন কর্মী নিয়োগ, মাদ্রাসা গেইট নির্মাণে অনিয়ম, শিক্ষক নিয়োগে আর্থিক লেনদেন এবং মোটা অংকের টাকা আত্মসাতের অভিযোগসমূহ নিরপেক্ষ তদন্তে প্রমাণিত হয়েছে।

অবিলম্বে দূর্ণীতিবাজ অধ্যক্ষের অপসারণ করা না হলে শিক্ষার্থী ও অভিভাবকরা প্রয়োজনে আন্দোলনের ডাক দিবে। তিনি যেন প্রতিষ্ঠান ক্যাম্পাসে আর ডুকতে না পারেন সে দাবি সংশ্লিষ্ট প্রশাসনের কাছে।’

মানববন্ধনে মাদ্রাসার সাবেক ও বর্তমান শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

মেসেঞ্জার/আশিস/তারেক