ঢাকা,  মঙ্গলবার
২২ অক্টোবর ২০২৪

The Daily Messenger

হাটহাজারীতে সমবায় সমিতি আইন ও বিধিমালা বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: ১৭:০০, ২২ অক্টোবর ২০২৪

হাটহাজারীতে সমবায় সমিতি আইন ও বিধিমালা বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি

ছবি : মেসেঞ্জার

জেলা সমবায় কার্যলয়ের চট্টগ্রামের ভ্রাম্যমান ইউনিটের আওতায় সমবায় সমিতি আইন ও বিধিমালা বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি হাটহাজারীতে অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২অক্টোবর) সকালে উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে উপজেলা কৃষি অধিদপ্তরের হল রুমে উপজেলা সহ: পরিদর্শক মো. খালেদ হোসাইনের সঞ্চালনায় উপজেলা সমবায় কর্মকর্তা মো. বখতিয়ার আলম এর সভাপতিত্বে, অনুষ্ঠিতব্য কর্মসূচিতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো.আল মামুন সিকদার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: সুজন কানুনগো, জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক অর্পণ দাশ গুপ্ত, জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক মো. রিয়াজ উদ্দীন জিয়া।

এই সময় আলোচকরা বাড়ির আঙ্গিনায় শাক সবজি, ফলমূল চাষাবাদ, আধুনিক কৃষি উপকরণ, হাঁস মুরগী গবদি পশু পালন মাধ্যমে সমবায় সমিতির সদস্যদের আয় বৃদ্ধি করণ, সমিতির আইন ও বিধিমালাসহ বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করেন।

প্রশিক্ষন কর্মসূচি পরিচালনা করেন, জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক মো. সোলাইমান, উপজেলা সহ: পরিদর্শক টিটন দাশ গুপ্ত।

মেসেঞ্জার/সুমন/তারেক