ঢাকা,  মঙ্গলবার
২২ অক্টোবর ২০২৪

The Daily Messenger

যশোর সীমান্তে অবৈধ অনুপ্রবেশের সময় ৩ জন আটক

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৫২, ২২ অক্টোবর ২০২৪

যশোর সীমান্তে অবৈধ অনুপ্রবেশের সময় ৩ জন আটক

ছবি : মেসেঞ্জার

ভালো কাজের প্রলোভনে দালালের মাধ্যমে সীমান্তের অবৈধ পথে ভারতে যাওয়ার পথে এক রোহিঙ্গা তরুণীসহ তিন জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। মঙ্গলবার (২২ অক্টোবর) ভোর রাতে যশোরের চৌগাছা থানার মাসিলা সীমান্ত থেকে এদের আটক বরা হয়।

আটককৃতরা হলো, কক্সবাজারের উখিয়া ক্যাম্পের রোহিঙ্গা মকগুল আহমেদের মেয়ে রশিদা আক্তার (২৭), যশোরের অভয়নগর উপজেলার নোয়াপাড়া গ্রামের লাহু গাজীর মেয়ে স্বপ্না আক্তার (২৫) ও নারায়নগঞ্জ বন্দর উপজেলার সিরাজ আলীর মেয়ে রিতা আক্তার (২৪)।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় চৌগাছা উপজেলার মাসিলা সীমান্ত দিয়ে কতিপয় ব্যক্তি অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছে। এ খবরে ভোরের দিক বিজিবির মাসিলা বিওপি‘র টহলদল অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

তাদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা কাজের উদ্দেশ্য অবৈধভাবে ভারতে গমনের চেষ্টা করছিল। আটককৃতদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের মামলা দিয়ে চৌগাছা থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

মেসেঞ্জার/জামাল/তারেক