ঢাকা,  বৃহস্পতিবার
২১ নভেম্বর ২০২৪

The Daily Messenger

গাইবান্ধায় মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত: ২১:৩২, ২২ অক্টোবর ২০২৪

গাইবান্ধায় মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

ছবি : মেসেঞ্জার

গাইবান্ধার মাদক মামলায় সোহাগ মিয়া নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে গাইবান্ধা জেলার অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. ফিরোজ কবির এ রায় দেন।

কারাদণ্ডপ্রাপ্ত সোহাগ মিয়া গাইবান্ধা জেলার ২নম্বর ওয়ার্ডের কাঠপট্টি এলাকার আশরাফুল ইসলামের ছেলে। মামলা সূত্রে জানা গেছে, ২০২১ সালের (৩০ জুন) পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, শহরের গোডাউন রোডের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সামনে থেকে হেরোইন বেচাকেনা হবে।

এ সময় গাইবান্ধা সদর থানার উপপরিদর্শক (এসআই) শরিফ হোসেন অভিযান চালিয়ে সোহাগ মিয়া ও বাবু নামে দুজনকে হেরোইনসহ গ্রেপ্তার করে। অভিযানের সময় সোহাগ মিয়ার কাছ থেকে ১১১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সোহাগ মিয়া ও বাবুকে আসামি করে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে।

মেসেঞ্জার/সিয়াম/তারেক