ঢাকা,  মঙ্গলবার
২২ অক্টোবর ২০২৪

The Daily Messenger

রংপুরে সিন্ডিকেট ভেঙ্গে দিয়ে ব্যবসা পরিচালনার ঘোষণা ব্যবসায়ীদের

রংপুর ব্যুরো

প্রকাশিত: ২১:৪৫, ২২ অক্টোবর ২০২৪

রংপুরে সিন্ডিকেট ভেঙ্গে দিয়ে ব্যবসা পরিচালনার ঘোষণা ব্যবসায়ীদের

ছবি : মেসেঞ্জার

সিন্ডিকেট ভেঙ্গে দিয়ে সৎভাবে ব্যবসার মাধ্যমে দেশের অর্থনৈতিক কাঠামোকে শক্ত করার আহবান জানিয়েছেন ইন্ডাস্ট্রিয়ালিষ্ট এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্সেশনের কেন্দ্রীয় সভাপতি মো. শহিদুল ইসলাম। মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধায় রংপুর টাউন হলে সংগঠনটির রংপুর জেলা ও মহানগর কমিটির আয়োজনে ব্যবসায়ী সমাবেশে প্রধান অথিথির বক্তব্যে একথা বলেন তিনি।

মহানগর সভাপতি আরিফুর রহমানের সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন, আইবি ডব্লিউ এফ এর সহ সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, রংপুর জেলা সভাপতি আনোয়ারুল ইসলাম, রংপুর চেম্বারের সভাপতি আকবর আলী, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজেরে উপ পরিচালক আশরাফুল আলম আল আমিন, সামস এগ্রো চেয়ারম্যান সামসুজ্জামান সামু, জিল্লুর রহমান সহ অন্যান্যরা।

এসময় ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেন, ফ্যাসিস্ট সরকারের বিদায়ের পর একটি অসাধূ চক্র ব্যবসায় সিন্ডিকেট করে দাম বৃদ্ধির চেস্টা করছে। সৎ এবং সঠিকভাবে ব্যবসা পরিচালনা করে এই সিন্ডিকেট ভেঙ্গে দিয়ে ব্যবসা পরিচালনার মাধ্যমে অন্তবর্তিকালীন সরকারের সংস্কার কার্যক্রমকে এগিয়ে নিতে হবে।

মেসেঞ্জার/মান্নান/তারেক