ঢাকা,  বৃহস্পতিবার
৩১ অক্টোবর ২০২৪

The Daily Messenger

চুয়াডাঙ্গায় তেলবাহী

ট্রেনের বগি লাইনচ্যুত, খুলনার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ০৯:০৫, ২৩ অক্টোবর ২০২৪

ট্রেনের বগি লাইনচ্যুত, খুলনার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গায় জীবননগর উপজেলায় একটি তেলবাহী ট্রেনের ৮টি ট্যাংকার লাইনচ্যুত হয়েছে। এর ফলে খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। 

মঙ্গলবার (২২ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার উথলী রেলওয়ে স্টেশনে ঘটেছে এ ঘটনা। 

উথলী রেলওয়ে স্টেশনের মাস্টার মিন্টু কুমার রায় বলেন, একটি তেলবাহী ট্রেন খুলনার দিকে যাচ্ছিল। ট্রেনটি উথলী রেলওয়ে স্টেশনের ডাউন সিগন্যাল পয়েন্টের কাছে পৌঁছালে লাইনচ্যুত হয়। ফলে খুলনাগামী চিত্রা ও সীমান্ত এক্সপ্রেস ট্রেন আটকা পড়েছে।

উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করবে বলে জানান তিনি।

মেসেঞ্জার/আজিজ