ঢাকা,  বৃহস্পতিবার
৩১ অক্টোবর ২০২৪

The Daily Messenger

জাগ্রত ফুটবল টূর্ণামেন্টের চ্যাম্পিয়ন ধুপ্যাচর যুব সবুজ সংঘ

বিলাইছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ১০:০৬, ২৩ অক্টোবর ২০২৪

জাগ্রত ফুটবল টূর্ণামেন্টের চ্যাম্পিয়ন ধুপ্যাচর যুব সবুজ সংঘ

ছবি: মেসেঞ্জার

রাঙ্গামাটির বিলাইছড়িতে জাগ্রত ফুটবল টূর্ণামেন্ট আয়োজক কমিটি কর্তৃক আয়োজিত ফাইনাল খেলায় জাতীয় দলের গোলরক্ষক মিতুল মার্মার গ্রামের ক্লাব ধুপ্যাচর যুব সবুজ সংঘ ক্লাব বিজয়ী হয়েছেন। 

মঙ্গলবার (২২ অক্টোবর) বিলাইছড়ি স্টেডিয়ামে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। টান টান উত্তেজনাকর খেলায় ধুপ্যাচর যুব সবুজ সংঘ ক্লাব ১-০ গোলে কেরনছড়ি যুব সংঘকে পরাজিত করে বিজয়ী হয়। 

খেলা শেষে এক সমাপনী ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা। সদর ইউনিয়নের চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিবেবে আরও উপস্থিত ছিলেন বিলাইছড়ি জোনের  ক্যাপ্টেন আদনান ইসলাম, কেংড়াছড়ি ইউপি চেয়ারম্যান রামাচরণ মার্মা (রাসেল), উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুরজিত দত্ত, বিলাইছড়ি থানার পুলিশ পরিদর্শক মফিজুল ইসলাম প্রমূখ। স্বাগত বক্তব্য রাখেন, জাগ্রত ফুটবল টূর্ণামেন্ট আয়োজক কমিটির প্রধান আহবায়ক ও সহকারী শিক্ষক শান্ত জিৎ তঞ্চঙ্গ্যা।

এ সময় বক্তারা বলেন, বিলাইছড়ির মানুষ যে এত ফুটবল প্রিয় তা আজ ফাইনাল খেলায় দর্শকের উপস্থিতিতে সহজে অনুমেয়। তারা বলেন, বিজয়ী ও বিজেতা উভয় দলই সৌহার্দ্যপূর্ণভাবে আক্রোমন ও পাল্টা আক্রোমনে উত্তেজনাকর যে খেলা দর্শকদের উপহার দিয়েছেন, তাতে সবাই অভিভূত। বক্তারা আরও বলেন, প্রতি বছর এই রকম ফুটবল টূর্ণামেন্টের আয়োজনের মধ্য দিয়ে এই উপজেলা থেকে জাতীয় দলের গোলরক্ষক মিতুল মার্মার মত আরও অনেক ফুটবলার উঠে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এবং দীর্ঘ সময় পর এত সুন্দর একটি টূর্ণামেন্ট আয়োজনের জন্য আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান। 

পরে উপস্থিত অতিথিবৃন্দরা বিজয়ী ও বিজেতা উভয় দলের হাতে ম্যাডেল, চ্যাম্পিয়ন ও রানার্স আপ ট্রপি তুলে দেয়। এ সময় বিলাইছড়ি জোনের পক্ষ থেকে বিজয়ী দলকে ১০ হাজার ও বিজেতা দলকে ৫ হাজার টাকা নগদ প্রদান করা হয়। এবং পুরো টূর্ণামেন্টজুরে ভালো পারফরম্যান্স করায় সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ধুপ্যাচর যুব সবুজ সংঘ ক্লাবের অধিনায়ক সুজয় চাকমা, একই দলের ৯ গোল করে সেরা গোলদাতা হয়েছেন সোহাগ বাবু মার্মা ও সেরা  গোল কিপার নির্বাচিত হয়েছেন জনি মার্মা। 

প্রসঙ্গত, জাগ্রত ফুটবল টূর্ণামেন্টটি ১৩ টি দলের অংশগ্রহণে ১ অক্টোবর উদ্বোধনী খেলার মাধ্যমে শুরু হয়, এবং আজ ফাইনাল খেলার মাধ্যমে পর্দা নামলো। 

মেসেঞ্জার/অসীম/আজিজ