ছবি : মেসেঞ্জার
শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভূক্ত ও সাজাপ্রাপ্ত ৩ আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।
থানা সুত্র জানায়, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম সেলিমের নেতৃত্বে বুধবার (২৩ অক্টোবর) এসআই জাকির হোসেন ও এসআই শ্যামল কুমার নন্দী ফোর্সসহ শ্রীমঙ্গল থানা এলাকায় অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত আসামী সুমন পাল ও ওয়ারেন্ট ভূক্ত সাজাপ্রাপ্ত আসামী মো. অপু মিয়া (২৩) এবং ওয়ারেন্ট ভূক্ত আসামী নিজাম উদ্দিনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামীদেরকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মেসেঞ্জার/কাজল/তারেক