ছবি : মেসেঞ্জার
ঢাকার আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে একাধিক হত্যা ও অস্ত্র মামলার পলাতক আসামি রনি ভূঁইয়াকে (৩০) গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার (২৩ অক্টোবর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর জালিস মাহমুদ খান। এর আগে, মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে র্যাব-৪ ও র্যাব-১ এর যৌথ অভিযানে রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন ১৩ নম্বর সেক্টর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রনি ভূঁইয়া ঢাকার আশুলিয়ার জামগড়া এলাকার বকুল ভূঁইয়ার ছেলে। তার বিরুদ্ধে দলীয় প্রভাব বিস্তার করে সন্ত্রাসী কর্মকান্ড, চাঁদাবাজী ও ভূমি দখলসহ নানাবিধ অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার একাধিক অভিযোগ রয়েছে।
র্যাব জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময় (৫ আগস্ট) রনি ভূঁইয়ার নেতৃত্বে ছাত্র-জনতার ওপর প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র ব্যবহার করে। ওই ঘটনায় আশুলিয়া থানাধীন বাইপাইল থেকে থানা রোড এলাকায় বেশ কয়েকজন ছাত্র-জনতার মৃত্যু হয়।
পরবর্তীতে নিহত ছাত্র-জনতার পরিবারের সদস্যরা আশুলিয়া থানায় একাধিক হত্যা মামলা দায়ের করেন। হত্যা মামলা দায়েরের পর থেকে রনি রাজধানীর বিভিন্ন এলাকায় আত্মগোপনে চলে যান।
র্যাব আরও জানায়, রনি উত্তরা পশ্চিম থানা এলাকার ১৩ নম্বর সেক্টর এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৪ ও র্যাব-১ যৌথভাবে সেখানে আভিযান চালায় এবং সেখান থেকে রনিকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর জালিস মাহমুদ খান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, রনি বিগত সময় আশুলিয়া থানা যুবলীগের সহ সভাপতি ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময় প্রভাব বিস্তার করে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র ব্যবহার করে আন্দোলন প্রতিহত করার চেষ্টা করে বলে স্বীকার করে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মেসেঞ্জার/নোমান/তারেক