ঢাকা,  বৃহস্পতিবার
৩১ অক্টোবর ২০২৪

The Daily Messenger

এমপিও ভুক্তার দাবিতে বেসরকারি কলেজ শিক্ষকদের মানববন্ধন

ফরিদপুর প্রতিনিধি  

প্রকাশিত: ১৮:৩৬, ২৩ অক্টোবর ২০২৪

এমপিও ভুক্তার দাবিতে বেসরকারি কলেজ শিক্ষকদের মানববন্ধন

ছবি : মেসেঞ্জার

ফরিদপুরে বেসরকারি কলেজের শিক্ষকদের এমপিও ভুক্তের দাবিতে ও দাবি আদায়কালে ঢাকায় শিক্ষকদের উপর পুলিশের হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সারা দেশের কর্মসূচির অংশ হিসেবে বুধবার (২৩ অক্টোবর) বেলা বারোটায় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফেডারেশনের জেলা শাখার উদ্যোগে শিক্ষকদের এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বেসরকারি কলেজ সমূহের বিধি মোতাবেক নিয়োগ প্রাপ্ত ও নিয়মিত কর্মরত দেশের ৩৫০০জন নন এমপিও শিক্ষকদের এমপিও ভুক্তির দাবিতে মানববন্ধন করে। ৩২ বছরের বৈষম অবসানে দাবি আদায়ে রাজপথে নামে শিক্ষকরা। এছাড়াও শিক্ষা ভবনের সামনে শিক্ষকদের কর্মসূচীতে পুলিশের লাঠি চার্জের প্রতিবাদ জানান আন্দোলনরত শিক্ষকরা। 

মানববন্ধনে বক্তারা জানান, দীর্ঘ দিনেও তাদের চাকুরি সরকারি করণ না হওয়ায় মানবেতর জীবন পার করছেন। বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান কে দ্রুত দাবি পুরন করার অনুরোধ জানান। ঘন্টাব্যাপী মানববন্ধনে জেলার ৫টি কলেজের নন এমপিও ভুক্ত শিক্ষকগন অংশ নেয়।

মেসেঞ্জার/নাজিম/তারেক