ঢাকা,  বুধবার
০৪ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

পটুয়াখালীতে জমি অবৈধভাবে দখলের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৪৬, ২৩ অক্টোবর ২০২৪

পটুয়াখালীতে জমি অবৈধভাবে দখলের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

ছবি : মেসেঞ্জার

পটুয়াখালীতে ২১টি সংখ্যালঘু পরিবারের জমি অবৈধভাবে দখলের চেষ্টা ও চলমান কাজ বন্ধের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা। বুধবার (২৩ অক্টোবর) সকালে ভুক্তভোগী পরিবারের সদস্যদের আয়োজনে  পটুয়াখালী প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে তারা।

এসময় অনুষ্ঠিত ঘন্টাব্যাপী মানববন্ধনে সংহতি প্রকাশ করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পটুয়াখালী জেলা শাখার সদস্যরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, ভুক্তভোগী পরিবারের সদস্য, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ পটুয়াখালী জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা অতুল চন্দ্র দাস, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পটুয়াখালী জেলা শাখার সভাপতি ও পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি স্বপন ব্যানার্জী প্রমুখ।

বক্তারা বলেন, সাবেক যুবদল নেতা বেল্লাল খান ও মনিরুজ্জামান নাসির তাদের জমি অবৈধ ভাবে দখলের চেষ্টা চালিয়ে স্থাপনা নির্মানের পায়তারা চালাচ্ছে। তারা জমির কাছে গেলে দেশ থেকে তাড়িয়ে দিবে বলে বিভিন্ন হুমকি ধামকি দিচ্ছে। আগামী শনিবারের মধ্যে যদি এ ঘটনার কোন সুষ্ঠু সমাধান প্রশাসন না দেয় তবে বৃহত্তর আন্দোলনের ঘোষনা দেন বক্তারা।

পরে একটি বিক্ষোভ মিছিল শুরু করে সদর রোড হয়ে লঞ্চঘাট ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়।

মেসেঞ্জার/মানিক/তারেক