ছবি : মেসেঞ্জার
জরায়ুমুখে ক্যান্সার প্রতিরোধে আগামীকাল থেকে শুরু হওয়া এইচপিভি টিকা প্রদান কর্মসূচী নিয়ে চাঁপাইনবাবগঞ্জে সংবাদকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ জানান, ৫ম থেকে নবম শ্রেনীতে অধ্যানত ছাত্রী ও অধ্যায়নের বাইরে থাকা ১০-১৪ বছর বয়সী কিশোরীদের টিকার আওতায় আনতে সবধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। জেলায় ৮৯ হাজার ৬৯১ জনকে এ টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. রেশমা খাতুন, ডা. শাহনেয়াজ খাতুন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. ফারহানা হক।
মেসেঞ্জার/নাহিদ/তারেক