ছবি : মেসেঞ্জার
কিশোরগঞ্জের কটিয়াদীতে গলায় জলপাইয়ের বিচি আটকে তুবা মনি (১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার আচমিতা ইউনিয়নের উখরাশাল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু তুবা মনি ওই গ্রামের মুজিবুর রহমানের মেয়ে।
কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ডা. মোহাম্মদ ঈশা খাঁন বিষয়টি নিশ্চিত করে বলেন, গলায় বিচি আটকে শ্বাসরোধ হয়ে হাসপাতালে নিয়ে আসার পূর্বেই শিশুটির মৃত্যু হয়েছে।
নিহত শিশুর স্বজনেরা জানায়, বুধবার (২৩ অক্টোবর) দুপুরের দিকে বাড়িতে খেলা করার সময় একটি জলপাইয়ের বিচি মুখে নেয় তুবা মনি। একপর্যায়ে বিচিটি গলায় আটকে গেলে শ্বাসরোধ হয়ে খিঁচুনি শুরু হয় তুবার। পরে শরীর নিস্তেজ হয়ে পড়লে তাকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসক তুবা মনিকে মৃত ঘোষণা করেন।
মেসেঞ্জার/সাজু/তারেক