ছবি : মেসেঞ্জার
আগামী ১৪-১৬ নভেম্বর রাজশাহীতে তাবলীগের ইজতেমা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে গতকাল বুধবার (২৩ অক্টোবর) সকালে নগরীর হযরত শাহ মখদুম (রহ:) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। আলোচনা ও দোয়া শেষে রাসিক প্রশাসক কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে খুঁটি পুঁতে ইজেতমার প্যান্ডেল নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব ও দোয়া পরিচালনা করেন রাজশাহী জেলা তাবলীগ জামাতের আমীর ডা. মো. আমিনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। প্রধান অতিথি এই ইজতেমায় রাসিকের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
রুয়েটের অধ্যাপক ড. মো. সেলিম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি), রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ও রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষকবৃন্দ এবং থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ঢাকার কাকরাইল ও বিভিন্ন থানা থেকে আগত এন্তেজামিয়া জামাত সহ বিভিন্ন মসজিদের ইমাম ও মাদ্রাসার ওলামা কেরামগণ উপস্থিত ছিলেন।
মেসেঞ্জার/আনিসুজ্জামান/তারেক