ছবি : মেসেঞ্জার
দর্শনায় ডিবির হাতে ৭ কেজি গাঁজাসহ এক মাদককারবারী আটক হয়েছে। ডিবি জানায়, বুধবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ৬ টার দিকে চুয়াডাঙ্গা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মো. ফেরদৌস ওয়াহিদের নেতৃত্বে এসআই মুহিদ হাসান, এএসআই মো. মামুনুর রহমান সঙ্গীয় ফোর্সসহ দর্শনা দক্ষিন চাদপুর অভিযান চালায়।
এসময় দর্শনা বাসস্ট্যান্ডে সামাদ ট্রেডার্স দোকানের সামনে হতে চাদপুরের রবিউল ইসলামের ছেলে মো. রাসেল (৩০) আটক হয়। পরে তাকে তল্লাশী করে একটি ব্যাগ হতে ৭কেজি গাঁজা উদ্ধার হয়। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে পরে দর্শনা থানায় মামলা রুজু করা হয়।
মেসেঞ্জার/লিটন/তারেক