ঢাকা,  বৃহস্পতিবার
৩১ অক্টোবর ২০২৪

The Daily Messenger

সাতক্ষীরায় ওয়ান শ্যুটার গান ও গাঁজাসহ যুবক আটক

সাতক্ষীরা প্রতিনিধি 

প্রকাশিত: ২১:৩৯, ২৩ অক্টোবর ২০২৪

সাতক্ষীরায় ওয়ান শ্যুটার গান ও গাঁজাসহ যুবক আটক

ছবি : মেসেঞ্জার

সাতক্ষীরার কলারোয়ায় অভিযান চালিয়ে একটি ওয়ান শ্যুটার গান ও এক কেজি ৮শ গ্রাম গাঁজাসহ নাজমুল মোড়ল (২৪) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব-৬। বুধবার (২৩ অক্টোবর) বিকালে র‌্যাব-৬ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা কলারোয়া থানাধীন কেড়াগাছি ইউনিয়নের বাকসা মাঠ সংলগ্ন ইটের দেয়াল বেষ্টিত টোং ঘর এলাকায় অভিযান চালিয়ে সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহ ইউনিয়নের হাওলখালী গ্রামের মোজাম্মেল হক মোড়লের ছেলে নাজমুল মোড়লকে গ্রেপ্তার করে।

এসময় তার দেওয়া তথ্য মতে একটি দেশীয় ওয়ান শ্যুটার গান ও এক কেজি ৮শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গাঁজাসহ তাকে কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

মেসেঞ্জার/আসাদ্দুজামান/তারেক