ঢাকা,  বৃহস্পতিবার
৩১ অক্টোবর ২০২৪

The Daily Messenger

বরগুনায় গাছের ডাল ভেঙে পড়ে একজনের মৃত্যু

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত: ১৬:১২, ২৪ অক্টোবর ২০২৪

বরগুনায় গাছের ডাল ভেঙে পড়ে একজনের মৃত্যু

ছবি : মেসেঞ্জার

ঘূর্ণিঝড় ডানার প্রভাবে সৃষ্ট ঝড়োহাওয়ায় গাছের ডাল ভেঙে পড়ে বরগুনার বেতাগীতে আশ্রাব আলী (৬১) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কিসমত ছোট মোকামিয়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত আশ্রাব আলী হাওলাদার উপজেলার সদর ইউনিয়নের বতটলা এলাকার কিসমত করুণা গ্রামের মৃত জোনাব আলী হাওলাদারের ছেলে। পেশায় তিনি একজন কাঠমিস্ত্রী ছিলেন। তার তিন ছেলে ও দুই মেয়ে রয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে আশ্রাব আলী পান বরজে কাজ করতে বাড়ি থেকে রওনা হন। পথে হঠাৎ ঝড়োহাওয়ায় চাম্বল গাছের একটা ডাল ভেঙ্গে আশ্রাব আলীর উপরে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পিঞ্জর কুমার বিশ্বাস তাকে মৃত ঘোষণা করেন।

আশ্রাব আলীর বড় ছেলে আফজাল হাওলাদার বলেন, ‘সকালে বাবা ঝড়ের ভিতরেই পানের বরজে কাজ করতে বের হয়। পথিমধ্যে গাছের ডাল ভেঙ্গে পড়ে তার মাথায় আঘাত লাগে। আমি খবর শুনে হাতপাতালে যাই।’

বেতাগী থানার অফিসার ইনচার্জ মো. একরামুল হক বলেন, ‘গাছ পড়ে একজন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মেসেঞ্জার/কেশব/তারেক