ঢাকা,  বৃহস্পতিবার
৩১ অক্টোবর ২০২৪

The Daily Messenger

বকশীগঞ্জে নাশকতার মামলায় প্যানেল চেয়ারম্যান গ্রেপ্তার

জামালপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৩০, ২৪ অক্টোবর ২০২৪

বকশীগঞ্জে নাশকতার মামলায় প্যানেল চেয়ারম্যান গ্রেপ্তার

ছবি : মেসেঞ্জার

জামালপুরের বকশীগঞ্জে নাশকতার মামলায় যুবলীগ নেতা জাহিদুল ইসলাম মঞ্জুকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) রাত ১১টায় পৌর শহরের দক্ষিণ বাজার এলাকায় অভিযান চালিয়ে বকশীগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

জাহিদুল ইসলাম মঞ্জু মেরুরচর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সাথে তিনি পৌর যুবলীগের সদস্য। তিনি মেরুরচর ইউনিয়নের নতুন টুপকারচর গ্রামের আবুল হোসেনের ছেলে।

বকশীগঞ্জ থানা পুলিশ জানায়, (২ অক্টোবর) বকশীগঞ্জ থানায় একটি নাশকতা মামলা দায়ের করেন আনিছুর রহমান নামে এক বিএনপি নেতা। ওই মামলায় যুবলীগ নেতা ও মেরুরচর ইউপির প্যানেল চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু নামীয় আসামী ছিলেন। মঞ্জুর বিরুদ্ধে নাশকতা মামলা হলেও তিনি প্রকাশ্যে বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করতেন।

বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে দক্ষিণ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন। বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, নাশকতা মামলায় জাহিদুল ইসলাম মঞ্জুকে গ্রেপ্তারের পর বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে তাকে জামালপুর কোর্টে প্রেরণ করা হয়েছে। একই সঙ্গে তার তিন দিনের রিমান্ড চাওয়া হয়েছে।

মেসেঞ্জার/উজ্জ্বল/তারেক