ঢাকা,  বৃহস্পতিবার
২১ নভেম্বর ২০২৪

The Daily Messenger

কৃষিপণ্য স্পেশাল ট্রেন উদ্বোধন

দিনাজপুর থেকে প্রথম দিনে যায়নি কোনো পণ্য

দিনাজপুর প্রতিনিধি 

প্রকাশিত: ১৭:৩৭, ২৪ অক্টোবর ২০২৪

আপডেট: ১৭:৩৮, ২৪ অক্টোবর ২০২৪

দিনাজপুর থেকে প্রথম দিনে যায়নি কোনো পণ্য

ছবি : মেসেঞ্জার

রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় উত্তরাঞ্চলের কৃষিপণ্যের বাজার বাড়াতে কৃষিপণ্য স্পেশাল ট্রেনের উদ্বোধন করা হয়েছে। প্রথম দিনে কোন পণ্য ছাড়াই ঢাকার উদ্দেশ্যে দিনাজপুর থেকে ছেড়ে গেছে ট্রেনটি। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল ১০টা ২৬ মিনিটে দিনাজপুর ষ্টেশনে এসে পৌছায় কৃষিপণ্য স্পেশাল ট্রেনটি। এর আগে সকাল ৭টায় পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম ষ্টেশন থেকে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে।

তবে উদ্বোধনের প্রথম দিন দিনাজপুর থেকে কোন কৃষিপণ্য ট্রেনটিতে দেয়া হয়নি। এমনকি কৃষিপণ্য স্পেশাল ট্রেনটির বিষয়ে কৃষকরা কিছুই জানে না। সদর উপজেলার কাউগাঁ এলাকার কৃষক ক্ষিতিশ চন্দ্র বলেন, “বেশিভাগ সময় শাক-সবজি আমাদের এই গ্রাম থেকে ট্রাকে করে বাইরের পাইকারেরা নিয়ে যায়।

আর অল্পসল্প কৃষিপণ্য বাহাদুর বাজারে বিক্রি করে দেই। এখন সরকার কৃষিপণ্যের জন্য ট্রেন দিছে। কিন্তু আমরা ষ্টেশন পর্যন্ত কৃষি পণ্য কিভাবে নিয়ে যাব। এব্যাপারে তো আমাদেরকে কেউ কিছু বলে নাই। কোন ধরনের প্রচারনাও করে নাই।” 

একই গ্রামে আরেক কৃষক আকমান আলী বলেন, “আমরা গ্রাম থেকে পাইকারদের কাছে কম-বেশি দামে শাক-সবজি বিক্রি করি। যা অবশিষ্ট থাকে সেগুলো স্থানীয় বাজারে বিক্রি করে দেই। কিন্তু দিনাজপুর ষ্টেশন আমাদের গ্রাম থেকে ৭ কিলো দুরে। এতদুরে গিয়ে কিভাবে ট্রেনে শাক-সবজি দিব। আমরা এব্যাপারে কিছুই জানি না।” 

শহরের বাহাদুর বাজারের পাইকারী কাচামাল ব্যবসায়ী আরাফাত রহমান বলেন, “উত্তরাঞ্চল থেকে কৃষিপণ্য ঢাকাসহ বিভিন্ন জেলায় সরবরাহ করার জন্য স্পেশাল ট্রেন দেয়া হয়েছে এমন কথা শুনেছি। কিন্তু ট্রেনটিতে কিভাবে পণ্য দিব বা কার সাথে যোগাযোগ করতে হবে এব্যাপারে কিছু জানি না। রেলওয়ের লোকজন এখন পর্যন্ত আমার সাথে যোগাযোগ করে নি।” 

দিনাজপুর স্টেশন সুপার জিয়াউর রহমান বলেন, “উত্তরাঞ্চলের বিভিন্ন সবজি ঢাকায় নেয়ার জন্য 'কৃষিপণ্য স্পেশাল ট্রেন' সার্ভিসের সিদ্ধান্ত নেয়। প্রতি বৃহস্পতিবার এই বিশেষ ট্রেনটি পঞ্চগড় থেকে সকাল ৭ টায় যাত্রা শুরু করবে। ট্রেনটি সকাল ৯টা ২১ মিনিটে দিনাজপুর স্টেশনে পৌঁছাবে যা ৯ টা ৫৭ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে।

প্রথম দিনে কোন কৃষকের সাড়া পাওয়া যায়নি। আমরা আশা করছি আগামী বৃহস্পতিবার থেকে কৃষকেরা বুকিংয়ের মাধ্যমে তাদের উৎপাদিত সবজি এই বিশেষ ট্রেনের মাধ্যমে ঢাকায় নেবে। সবজি ছাড়াও এই বিশেষ ট্রেনে ফ্রীজিং এর ব্যবস্থা আছে যেখানে দুধ বা মাংস জাতীয় পণ্য কোন ধরনের সমস্যা ছাড়াই পরিবহন করতে পারবেন।” 

মেসেঞ্জার/কুরবান/তারেক