ঢাকা,  বৃহস্পতিবার
৩১ অক্টোবর ২০২৪

The Daily Messenger

রোয়াংছড়ি উপজেলা আইনশৃঙ্খলা পরিস্থিতি আর্থ-সামাজিক বিষয়ে মতবিনিময় সভা

রোয়াংছড়ি (বান্দরবান) প্রতিনিধি

প্রকাশিত: ২০:১৭, ২৪ অক্টোবর ২০২৪

রোয়াংছড়ি উপজেলা আইনশৃঙ্খলা পরিস্থিতি আর্থ-সামাজিক বিষয়ে মতবিনিময় সভা

ছবি : মেসেঞ্জার

বান্দরবানের রোয়াংছড়িতে উপজেলা প্রশাসন ও রোয়াংছড়ি সদর ইউনিয়ন পরিষদসহ যৌথ আয়োজনের উপজেলা আইনশৃঙ্খলা পরিস্থিতি, আর্থ-সামাজিক ও শিক্ষা উন্নয়ন কার্যক্রম বিষয়ে এলাকার স্থানীয় চেয়ারম্যান, হেডম্যান,কারবারী, ইউপি মেম্বারদের নিয়ে উপজেলা টাউন হলে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) আয়োজিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) সৌম্য চৌধুরী, রোয়াংছড়ি কলেজের অধ্যক্ষ জেরী রোয়াল থাং লিয়ান বুইতিং, অফিসার ইনচার্জ মো. পারভেজ আলী, উপজেলা শিক্ষা অফিসার মো. কামাল উদ্দিন আহম্মদ, এলজিইডি উপজেলা প্রকৌশলী দিবাকর রায়, রোয়াংছড়ি ইউপি চেয়ারম্যান মেহ্লাঅং মারমা, ৩৩৮নং রোয়াংছড়ি মৌজা হেডম্যান চসিংপ্রু মারমা, ৩৪১নং পাইক্ষ্যং মৌজা হেডম্যান বয়থাং বম, সহকারি শিক্ষা কর্মকর্তা মো. কামাল হোসেন, ইউআরসি ইস্ট্রাক্টর মো. মমিনুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা লিটন পাল।

এসময় আলোচনা সভায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষক এবং স্থানীয় জনপ্রতিনিধি, ৩ শতাধিক সুশীল সমাজের ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

মেসেঞ্জার/হ্লাছোহ্রী/তারেক