ছবি : মেসেঞ্জার
নোয়াখালী জেলা ক্রীড়া কর্মকর্তা মো. আলাউদ্দিনকে বিগত স্বৈরাচার সরকারের দোসর ও দুর্নীতিবাজ আখ্যায়িত করে তার অপসারণ দাবী করে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বেলা ১১টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে নোয়াখালী খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকের ব্যানারে এ মানববন্ধন হয়।
মানববন্ধনে জেলা ক্রীড়া কর্মকর্তা মো. আলাউদ্দিনকে বিগত আওয়ামীলীগ সরকারের দোসর ও দুর্নীতিবাজ আখ্যায়িত করে বক্তারা বলেন, তিনি ২০১৯ সালের (১৭ আগষ্ট) নোয়াখালী জেলায় যোগদান করার পর থেকে নানা অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িয়ে পড়েন।
জাতীয় ক্রীড়া পরিষদ থেকে জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য খেলাধুলার বিভিন্ন সরঞ্জাম আসলেও তা তিনি সঠিকভাবে বিতরণ না করতেন না। বিগত সরকারের সময় জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত বিভিন্ন গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের জন্য বরাদ্দকৃত টাকা জেলা ক্রীড়া সংস্থার দুর্নীতিগ্রস্ত একজন কর্মকর্তা ও তৎকালীন সচিবের যোগসাজসে আত্মসাৎ করতেন। তাছাড়া তিনি কোনো সময় কোনো খেলার সাথে জড়িত ছিলেননা। তিনি জেলাতে একজন বির্তকিত ব্যাক্তি।
ক্রীড়া সংগঠক সাজেদুল আলম দিপু বলেন, জেলা ক্রীড়া কর্মকর্তা একজন দুর্নীতিবাজ। তিনি বিগত সরকারের সময় বিভিন্ন জাতীয় পর্যায়ের খেলার জন্য পাওয়া বরাদ্দ নয়ছয় করেন। তাছাড়া তিনি এখনো বিগত সরকারের দোসরদের নিয়ন্ত্রিত।
শাহেদুর রহমান নামে একজন ফুটবল রেফারী বলেন, বিগত সরকার প্রধানের পরিবারের নামে বিভিন্ন ব্যাক্তির টুর্ণামেন্টগুলোতে আমাদের ঠিক মতো পেমেন্ট দিতেন না। জিঙ্গেস করলে বলতেন বরাদ্দ কম।
জেলা ক্রীড়া কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, 'অভিযোগের বিষয়গুলো আমার জানা নাই। আমি যতটুকু জানি জেলা প্রশাসন ক্রিয়া সংস্থার একটি এডহক কমিটি করেছে। কমিটিতো আমার করার একতিয়ার বা ক্ষমতা নাই। এটা করেছে ডিসি স্যার। এখন এটার জন্য আমাকে ব্লেম দিলেতো আর হলোনা।'
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কক্ষে জেলার বিভিন্ন পর্যায়ের ক্রীড়া সংগঠক ও খোলোয়াড়বৃন্দ দেখা করে তাদের অভিযোগ জানান।
মেসেঞ্জার/মাহবুবুর/তারেক