ছবি : মেসেঞ্জার
বগুড়ার শাজাহানপুরে অস্ত্র, মাদক, চুরি সহ মোট ১১ মামলার গ্রেপ্তারী পরোয়ানা ভুক্ত আসামী সুলতান মিয়াকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৩ অক্টোবর) দিবাগত রাত ৩ টার দিকে উপজেলার বনানী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে শাজাহানপুর থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত সুলতান মিয়া উপজেলার ডোমনপুকুর দেওয়ান পাড়া গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেলে গ্রেপ্তারকৃত আসামীকে আদালতে পাঠানো হয়েছে।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওয়াদুদ আলম জানান, গ্রেপ্তারকৃত সুলতান মিয়া গ্রেপ্তারী পরোয়ানা ভুক্ত আসামী। তার বিরুদ্ধে অস্ত্র, মাদক ও চুরি সহ ১১টি মামলা রয়েছে।
মেসেঞ্জার/আলমগীর/তারেক