ছবি: মেসেঞ্জার
ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ায় বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে শিক্ষার্থীরা।
প্রশাসনিক ভবনের নিচে (গ্রাউন্ড) শিক্ষার্থীরা এতে অংশ নেন। আনন্দ মিছিলে শিক্ষার্থীরা বলেন, ছাত্রলীগ বিগত দিনে অপকর্ম ও সন্ত্রাসী কার্যক্রম করেছে। সবকিছু বিবেচনা রেখে ছাত্রলীগকে নিষিদ্ধ করা একটি যুগান্তকারী সিদ্ধান্ত। আমরা এ সিদ্ধান্তকে সাধুবাদ জানাই।
এ সময় ছাত্রলীগের চামড়া তুলে নেব আমরা, পালাইছে রে, পালাইছে, ছাত্রলীগ পালাইছে। আমার সোনার বাংলায়,সন্ত্রাসীদের ঠাঁই নাই। নানা স্লোগান দেন তারা শিক্ষার্থীরা।
পরে মিষ্টি বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন আইন বিভাগের শিক্ষার্থী সিরাজুল ইসলাম, সৃষ্টি আক্তার, মৃত্তিকাসহ অনেকে।
মেসেঞ্জার/সাঈদ/আজিজ