ছবি : মেসেঞ্জার
দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে শনিবার (২৬ অক্টোবর) অনুষ্ঠিত হচ্ছে নওগাঁর রাণীনগর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিকী কাউন্সিল। উপজেলার রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে চারটি বুথের মাধ্যমে ভোট গ্রহণ চলছে।
সকালের দিকে ভারী বৃষ্টিপাত হওয়ার কারণে প্রথম দিকে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি ছিলো বেশ ভালো। কাউন্সিলে উপজেলার আটটি ইউনিয়ন বিএনপির ৫ শত ৬৮জন কাউন্সিলর তাদের ভোট প্রদান করছেন।
উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও নির্বাচন কমিশনার কাজী রবিউল ইসলাম রবি জানান ২০০১ সালে সর্বশেষ উপজেলা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিলো। এরপর ২০২৪সালে অনুষ্ঠিত হচ্ছে।
এদিন সকালে ভারী বৃষ্টিপাত হওয়ার কারণে সকাল ১১টার সময় ভোট গ্রহণ শুরু করা হয়েছে যা চলবে বিকেল ৩টা পর্যন্ত। কাউন্সিলে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
সভাপতি পদে এস এম আল ফারুক জেমস ও আলহাজ্ব মো. এছাহক আলী, সাধারণ সম্পাদক পদে মোসারব হোসেন, সহকারী অধ্যাপক এ কে এম জাকির হোসেন ও এমদাদুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক পদে কাজী সাহাবুল ইসলাম, মেজবাউল হক লিটন, সাখোয়াত হোসেন, রুবেন চৌধুরী ও মতিউর রহমান উজ্জ্বল প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উল্লেখ্য শুধুমাত্র সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এই ৩ পদে ভোট অনুষ্ঠিত হচ্ছে।
মেসেঞ্জার/বেলায়েত/তারেক