ঢাকা,  শুক্রবার
০৩ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

সাভারে চলন্ত বাসে এসির বিস্ফোরণ, যাত্রী আহত

নিজস্ব প্রতিবেদক, সাভার 

প্রকাশিত: ২০:২৯, ২৬ অক্টোবর ২০২৪

সাভারে চলন্ত বাসে এসির বিস্ফোরণ, যাত্রী আহত

ছবি : মেসেঞ্জার

ঢাকার সাভারে একটি চলন্ত বাসের এসি বিস্ফোরিত হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কেউ দগ্ধ না হলেও বেশ কয়েকজন যাত্রী বাস থেকে দ্রুত নামতে গিয়ে আহত হয়েছেন।

শনিবার (২৬ অক্টোবর) দুপুর ৩টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী। এর আগে, শনিবার (২৬ অক্টোবর) ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) সামনে গ্রামীণ ট্রাভেলসের একটি বাসে এসির বিস্ফোরণ ঘটে। প্রাথমিকভাবে আহতদের নাম ঠিকানা পাওয়া যায় নি। তাদের স্থানীয় হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

হাইওয়ে পুলিশ জানায়, চলন্ত বাসে আগুন লাগলে যাত্রীরা দ্রুত সময়ের মধ্যে জানালা ও দরজা দিয়ে তাদের মালামাল নিয়ে বের হওয়ার চেষ্টা করে। এ সময় গ্লাসে অনেকের হাত-পাসহ শরীরের বিভিন্ন অংশ কেটে যায়। তবে এতে কোনো যাত্রী দগ্ধ হয়নি।

সাভার ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার জানান, খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ক্ষয়-ক্ষতির বিষয়ে জানা যায়নি। তদন্ত করে বিস্তারিত পরে জানানো হবে।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী জানান, বাসটি ঢাকা-আরিচা মহাসড়ক দিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় বিপিএটিসির সামনে এসি বিস্ফোরিত হয়ে বাসটিতে আগুন লাগে। এ ঘটনায় কোনো দগ্ধের খবর পাওয়া যায়নি।

মেসেঞ্জার/নোমান/তারেক