ঢাকা,  শুক্রবার
০৩ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

চাটমোহরে আরাফাত রহমান কোকোর স্মৃতিতে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

প্রকাশিত: ২১:৫৬, ২৬ অক্টোবর ২০২৪

চাটমোহরে আরাফাত রহমান কোকোর স্মৃতিতে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

ছবি : মেসেঞ্জার

পাবনার চাটমোহরে আরাফাত রহমান কোকোর স্মৃতিতে ফ্রেন্ডলি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) বিকেলে পৌর শহরের বালুচর খেলার মাঠে উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হাসাদুল ইসলাম হীরার আয়োজনে এই ফুটবল খেলায় মিরপুর সোনালী অতীত ও চাটমোহর সোনালী অতীতের মধ্যে প্রতিদ্বন্দিতা হয়। খেলায় মিরপুর সোনালী অতীত ২-১ গোলে চাটমোহর সোনালী অতীতকে পরাজিত করে।

এরআগে ফুটবল খেলার উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রিয় কমিটির ক্রীয়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শিমুল বিশ্বাস। 

বিশেষ অতিথি ছিলেন, চাটমোহর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও সাবেক সংসদ সদস্য কেএম আনোয়ারুল ইসলাম, পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা রেদুয়ানুল হালিম, কেন্দ্রিয় ছাত্রদলের সাবেক নেত্রী আরিফা সুলতানা রুমা প্রমুখ।

খেলায় বাংলাদেশ জাতীয় ফুটবল দলের বেশকিছু সাবেক খেলোয়াড় অংশ গ্রহণ করে। খেলা দেখতে মাঠে বিপুল পরিমাণ দর্শক সমাগম ঘটে।

মেসেঞ্জার/পবিত্র/তারেক

আরো পড়ুন