ঢাকা,  বৃহস্পতিবার
৩১ অক্টোবর ২০২৪

The Daily Messenger

বেনাপোলে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামীসহ আটক ৪

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: ২২:০১, ২৬ অক্টোবর ২০২৪

বেনাপোলে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামীসহ আটক ৪

ছবি : মেসেঞ্জার

যশোরের বেনাপোল পোর্ট থানার দীঘিরপাড় গ্রামে কোহিনুর বেগম (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে।

নিহত গৃহবধূ বেনাপোল পোর্ট থানার লটা দীঘি গ্রামের মৃত দুলু মিয়ার মেয়ে। এ ঘটনায় ঘাতক স্বামী হৃদয় হোসেনসহ তার পিতা মাতা ও বোনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। শনিবার (২৬ অক্টোবর) বিকেলের দিকে বেনাপোলের দীঘিরপাড় গ্রামে এ ঘটনা ঘটে। ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

স্থানীয়রা জানায়, গৃহবধু কোহিনুরের সঙ্গে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনদের দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলে আসছিল। শনিবার (২৬ অক্টোবর) দুপুরের দিকে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি শুরু হলে একপর্যায়ে শারীরিক নির্যাতন করে পরে মুখে বালিশ চাপা দিয়ে হত্যা করে ঘাতক স্বামী পালিয়ে যায়।

পরে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার উদ্দেশে ওড়না পেচিয়ে ফ্যানের সাথে ঝুলিয়ে রাখা হয়। গোপন সংবাদের ভিত্তিতে স্বামী হৃদয়কে পাশের গ্রাম থেকে পুলিশ আটক করে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া জানান, এ ঘটনায় নিহতের বোন বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে। ঘাতক স্বামী হৃদয় হোসেন, তার বাবা, মা ও বোনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। নিহত গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মেসেঞ্জার/জামাল/তারেক