ঢাকা,  সোমবার
২৩ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

ঘন কুয়াশায় ফেরি চলাচল বন্ধ, দেড় ঘণ্টা পর স্বাভাবিক

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ০৮:৩৪, ২৭ অক্টোবর ২০২৪

ঘন কুয়াশায় ফেরি চলাচল বন্ধ, দেড় ঘণ্টা পর স্বাভাবিক

ছবি : সংগৃহীত

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে দেড় ঘণ্টা বন্ধ থাকার পর সকাল ৭টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। রোববার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৫টা থেকে দেড় ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল।

জানা গেছে, ভোর রাত সাড়ে ৪টার পর থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে কুয়াশা পড়তে শুরু করে। সকাল সাড়ে ৫টার পরে কুয়াশা ঘন হলে ফেরি চলাচলের চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। এ সময় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। দেড় ঘণ্টা পর সকাল ৭টার দিকে কুয়াশা কেটে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়। এতে উভয় ঘাটে আটকা পড়া যানবাহনের চালক, শ্রমিক ও যাত্রীদের মনে স্বস্তি ফিরে আসে। এই নৌরুটে ছোট বড় মিলে মোট ১০টি ফেরি চলাচল করছে।

মেসেঞ্জার/দিশা