ছবি : মেসেঞ্জার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সিরাজগঞ্জে নিহত দুই যুবদল নেতাকর্মীকে হত্যার দায়ের ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানসহ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৭ অক্টোবর) দুপুরে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন। এরআগে, শনিবার (২৬ অক্টোবর) গভীর রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো, সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শেখ সেলিম রেজা, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক লিমন এবং শিয়ালকোল ইউনিয়নের শিবনাথপুর গ্রামের বাসিন্দা ৭নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলম শেখ।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, শনিবার সকালে আলম শেখকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। রাতে শহরের সমাজকল্যাণ মোড়ে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেতা লিমন এবং শাহজাদপুরে অভিযান চালিয়ে ইউপি চেয়ারম্যান শেখ সেলিমকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরো জানান, এদের মধ্যে শেখ সেলিম রেজা যুবদল নেতা সোহানুর রহমান রঞ্জু ও লিমন যুবদলকর্মী সুমন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।
এছাড়া রঞ্জু হত্যা মামলার সন্দেহভাজন আসামি হচ্ছেন আলম শেখ। আলমকে শনিবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপর দুজনকে রোববার (২৭ অক্টোবর) বিকেলের মধ্যে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।
মেসেঞ্জার/রাসেল/তারেক