ঢাকা,  শুক্রবার
০৩ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

রাজশাহীতে স্বেচ্চায় রক্তদান ও ফ্রি মেডিকেল ক্যাম্প কর্মসূচি পালিত

স্টাফ রিপোর্টার, রাজশাহী

প্রকাশিত: ২০:২৩, ২৭ অক্টোবর ২০২৪

রাজশাহীতে স্বেচ্চায় রক্তদান ও ফ্রি মেডিকেল ক্যাম্প কর্মসূচি পালিত

ছবি : মেসেঞ্জার

রাজশাহীতে নানা কর্মসূচিতে জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে রবিবার (২৭ অক্টোবর) রাজশাহী জেলা যুবদল মহানগরীর লক্ষীপুর মোড়ে স্বেচ্ছায় রক্তদান এবং ফ্রি মেডিকেল ক্যাম্প কর্মসূচির আয়োজন করে। এদিন সকালে প্রধান অতিথি হিসেবে এই কর্মসূচি উদ্বোধন করেন রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত খালেক। 

রাজশাহী জেলা যুবদলের আহবায়ক মাসুদুর রহমান স্বজনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল ও সদস্য সচিব অধ্যাপক শ্রী বিশ্বনাথ সরকার।

এছাড়া রাজশাহী জেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট তোফাজ্জল হোসেন তপু সহ বিএনপি ও যুবদলের শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, জেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম টুটুল। অনুষ্ঠানে ফ্রি চিকিৎসা সেবা ও পরামর্শ প্রদান করেন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) রাজশাহী জেলার সভাপতি ডা. ওয়াসিম হোসেন ও সাধারণ সম্পাদক ডা. মনোয়ার তারিক শাবু সহ প্রায় অর্ধশতাধিক চিকিৎসক।

মেসেঞ্জার/আনিসুজ্জামান/তারেক