ঢাকা,  বৃহস্পতিবার
৩১ অক্টোবর ২০২৪

The Daily Messenger

জয়পুরহাট জেলা যুবদলের পৃথকভাবে প্রতিষ্ঠাবার্ষিকী পালন

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত: ২০:৪৬, ২৭ অক্টোবর ২০২৪

জয়পুরহাট জেলা যুবদলের পৃথকভাবে প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ছবি : মেসেঞ্জার

জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জয়পুরহাট জেলা যুবদলের আহ্বায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র ও সদস্যসচিব মোক্তাদুল হক আদনাল পৃথকভাবে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালন করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে যুবদল ও ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকেল তিনটায় জেলা যুবদলের আহ্বায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্রের নেতৃত্বে জয়পুরহাট সদর উপজেলার দোগাছী শহীদ সেকেন্দার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প ও রক্তদান কর্মসূচি পালন করা হয়। জেলা যুবদল এ কর্মসূচির আয়োজন করে।

এরআগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন শেষে বিদ্যালয় মাঠে জেলা যুবদলের আহ্বায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্রের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় বক্তব্যে দেন, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক হারুনুর রশীদ জুয়েল, যুগ্ম আহ্বায়ক তৌফিক এলাহী, জেলা যুবদলের সাবেক কোষাধ্যক্ষ রাশেদুজ্জামান, সদস্য মাজহারুল হক সেজু, মনির ভূইয়া, ইকবাল হোসেন, বেলায়েত হোসেন বেনু, রুহুল আমিন, এফতাদুল হক, যুবনেতা তারেক ইবনে ফিরোজ, ফরহাদ হোসেন।

এছাড়া বক্তব্য দেন জয়পুরহাট শহর বিএনপির আহ্বায়ক মতিয়র রহমান ও জেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহুরুল ইসলাম প্রমুখ। আয়োজকেরা জানান, ফ্রি চিকিৎসাসেবা ক্যাম্পে শিশু, মেডিসিন, গাইনি, ডায়াবেটিস, চর্ম-যৌন, চক্ষু ও দন্ত চিকিৎসকরা রোগী দেখেন। এসব রোগীদের বিনামুল্যে ওষুধ দেওয়া হয়।

সদর উপজেলার উত্তর জয়পুর গ্রামের আছিয়া বেগম (৫৫) বলেন, চোখের ডাক্তার দেখিয়েছি। ওষুধও দিয়েছেন। বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে আমার ভালো লেগেছে। বাগুয়ান গ্রামের নুরুল ইসলাম (৭০) বলেন, আমার হাঁটুতে ব্যথা ডাক্তার দেখে ওষুধ দিল। আমি গরীব মানুষ। বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে আমার খুব উপকার হয়েছে।

জয়পুরহাট জেলা যুবদলের আহ্বায়ক এ টি এম শাহনেওয়াজ কবির শুভ্র বলেন, যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গরীব ও দুস্থ মানুষদের বিনামূল্যে চিকিৎসা সেবার আয়োজন করা হয়। এতে সাত শতাধিক রোগী চিকিৎসা সেবা নিয়েছেন।

গরীব ও দুস্থ রোগী গ্রামাঞ্চলে বেশি একারণে জেলা শহর থেকে চার কিলোমিটার দূরে দোগাছী শহীদ সেকেন্দার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে এই চিকিৎসা সেবা ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এরআগে জেলা যুবদলের সদস্যসচিব মোক্তাদুল হক আদনানের নেতৃত্বে রোববার (২৭ অক্টোবর) সকাল আটটায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়।

সকাল সাড়ে দশটায় শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে গরীব ও অসহায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও রক্তদান কর্মসূচি পালন করা হয়। সেখানে শহীদ মিনারে দোয়া মাহফিল ও আলোচনাসভার আয়োজন করা হয়েছে। জেলা যুবদলের সদস্যসচিব মুক্তাদুল হক আদনাল আলোচনা সভায় সভাপতিত্ব করেন। আলোচনা সভায় বক্তব্য দেন, জেলা যুবদলের সদস্য সচিব মোক্তাদুল হক আদনান, যুগ্ম আহ্বায়ক গোলাম রব্বানী রাব্বি, রিজভী আহমেদ, সদস্য মহিদুল ইসলাম খান রাজিব, আবু বক্কর সিদ্দিক বাবু, রেজহাত হোসেন রনি, শাকিল আহমেদ, জিল্লুররহমান, ওলিউজ্জামান সেলিম, সোহেল প্রমুখ।

আলোচনা সভা শেষে দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত, বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং তারেক রহমানের দীর্ঘায়ু কামনাসহ আন্দোলন-সংগ্রামে সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

মেসেঞ্জার/রমি/তারেক