ঢাকা,  বৃহস্পতিবার
৩১ অক্টোবর ২০২৪

The Daily Messenger

বিদ্যুৎস্পৃষ্ট স্বামীকে বাঁচাতে গেলেন স্ত্রী, দুজনেরই মৃত্যু

লক্ষ্মীপুর প্রতিনিধি 

প্রকাশিত: ২১:০৬, ২৭ অক্টোবর ২০২৪

আপডেট: ২১:১২, ২৭ অক্টোবর ২০২৪

বিদ্যুৎস্পৃষ্ট স্বামীকে বাঁচাতে গেলেন স্ত্রী, দুজনেরই মৃত্যু

ছবি : মেসেঞ্জার

লক্ষ্মীপুরের রামগঞ্জে ব্যাটারি চালিত অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছগির আহমেদ রেন্টু (৫৫) ও তার স্ত্রী শাহানাজ আক্তার শানুর (৪৫) মৃত্যু হয়েছে। রবিবার (২৭ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের মরিয়ম মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে।

ছগির আহমেদ রেন্টু ওই বাড়ির মৃত মজিবুর রহমানের ছেলে। তিনি পেশায় ব্যাটারি চালিত অটোরিকশা চালক। পুলিশ ও স্থানীয়রা জানান, ছগির আহমেদ দুপুরের দিকে নিজ বসত বাড়িতে তার অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। তখন তাকে বাঁচাতে স্ত্রী শাহানাজ আক্তার এগিয়ে এলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরে স্থানীয়রা তাদের দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক উভয়কেই মৃত ঘোষণা করেন। রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. আনোয়ার হোসেন বলেন, বিদ্যুৎস্পৃষ্ট দুইজনকে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছে। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাশার বলেন, অটোরিকশার ব্যাটারী চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রথমে সগির আহমেদ ও পরে তাকে বাঁচাতে গিয়ে তার স্ত্রী শাহানাজ বেগম শানুর মৃত্যু হয়।

মেসেঞ্জার/শিবলু/তারেক