ঢাকা,  শুক্রবার
২৭ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

শিবচরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত: ২১:২৩, ২৭ অক্টোবর ২০২৪

শিবচরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান

ছবি : মেসেঞ্জার

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মাদারীপুর জেলার শিবচরে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। রোববার (২৭ অক্টোবর) সকাল থেকে উপজেলা যুবদলের পক্ষ থেকে একাধিক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এ সময় বিনামূল্যে ওষুধও প্রদান করা হয়।

জানা গেছে, শিবচর পৌর মার্কেটের সামনে যুবদল নেতা তাইজুল ইসলাম স‌জিব খানের উ‌দ্যো‌গে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। এছাড়াও পৌর বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় যুবদল নেতা মুহিম বেপারীর উ‌দ্যো‌গে আলাদা মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

এদিকে পৌরসভার সিকিম আলী খান মার্কেটের সামনে হেমায়েত হোসেন খানের উদ্যোগে এবং উপজেলার পাঁচ্চর ফিলিং স্টেশন সংলগ্ন স্থানে যুবদল নেতা জিয়াউল হক জিয়ার উদ্যোগে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান করা হয় রোগীদের।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, ফ্রি মেডিকেল ক্যাম্পে সাধারণ রোগী, রক্তপরীক্ষা, ডায়াবেটিস পরীক্ষা, শিশুরোগসহ একাধিক চিকিৎসক দিনব্যাপী চিকিৎসাসেবা প্রদান করেন। এসময় রোগীদের বিনামূল্যে ওষুধ প্রদানও করা হয়। এদিকে শিবচরের একাধিক স্থানে বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে আনন্দিত সাধারণ রোগীরা। যুবদল নেতা তাইজুল ইসলাম স‌জিব জানান, 'দিনব্যাপী অসংখ্য মানুষ চিকিৎসা সেবা নিয়েছেন। বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে দরিদ্র রোগীরা আনন্দিত হয়েছেন।'

শিবচর উপজেলা যুবদলের সভাপতি বাকাউল করিম খান জানান, ‘যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সারাদিন ব্যাপী উপজেলার বিভিন্ন স্থানে যুবদলের উদ্যোগে ফ্রি চিকিৎসা ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে। বিকেলে বিএনপি চেয়ারপার্সনের সুস্থতার জন্য মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে’।

এসময় শিবচর উপ‌জেলা বিএন‌পি, পৌর বিএন‌পি, যুবদল, স্বেচ্ছা‌সেবকদল ও ছাত্রদ‌লসহ বিএন‌পি'র অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপ‌স্থিত ছিলেন।

মেসেঞ্জার/ইমতিয়াজ/তারেক