ঢাকা,  বুধবার
০৪ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

পটুয়াখালীতে ছাত্র ইউনিয়নের আহ্বায়ক কমিটি গঠন

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ২১:৩০, ২৭ অক্টোবর ২০২৪

পটুয়াখালীতে ছাত্র ইউনিয়নের আহ্বায়ক কমিটি গঠন

ছবি : ডেইলি মেসেঞ্জার

পটুয়াখালীতে ছাত্র ইউনিয়নের ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। রোববার (২৭ অক্টোবর) শহীদ মিনার প্রাঙ্গনে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে এক কর্মী সভার মধ্যে দিয়ে এ কমিটি গঠন করা হয়। কমিটিতে শোভন প্রান্তকে আহ্বায়ক, আব্দুল রমিম, নঈমুর রহমান শাহিন, রায়হানুল ইসলাম ও নুহাশকে যুগ্ন আহ্বায়ক করা হয়। 

এসময় ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করে। নঈমুর রহমান শাহিনের সঞ্চালনায় শোভন প্রান্তের সভাপতিত্বে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে এ কর্মী সভা করা হয়।

কর্মী সভায় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর সংসদের সভাপতি ফয়সাল মাহমুদ ও কেন্দ্রীয় সদস্য রবীন্দ্র নাথ বাপ্পি। 

সভায় বক্তারা বলেন, জেলার শিক্ষার্থীদের মধ্য প্রগতিশীল মনন নির্মাণ ও জুলাই গণঅভ্যুত্থানের গণআকাঙ্ক্ষা গণতান্ত্রিক ও সাম্যের বাংলাদেশ নির্মাণে ভূমিকা রাখতে। ইতিহাস অর্পিত দায়িত্ব পালনে লড়াই সংগ্রাম অব্যাহত রাখতে ছাত্র ইউনিয়ন কাজ করে যাবে।

সভা শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করান কেন্দ্রীয় সদস্য রবীন্দ্র নাথ বাপ্পি। 

মেসেঞ্জার/মানিক/সজিব