ঢাকা,  বৃহস্পতিবার
৩১ অক্টোবর ২০২৪

The Daily Messenger

হাতিয়ায় পল্টন হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত: ২১:৪২, ২৭ অক্টোবর ২০২৪

হাতিয়ায় পল্টন হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

ছবি : ডেইলি মেসেঞ্জার

ঐতিহাসিক পল্টন হত্যা দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী হাতিয়া পৌরসভা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দু’য়ার অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

রোববার (২৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় হাতিয়া দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানা হলরুমে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা শুরা সদস্য ও হাতিয়া উপজেলা আমির মো. বোরহানুল ইসলাম।

অনুষ্ঠানে মাওলানা মুস্তাফিজুর তাফসীরের সঞ্চালনায় জামায়াতের পৌরসভা আমির মাওলানা তাওফীকুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মাঝে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর হাতিয়া উপজেলা সেক্রেটারি মাওলানা নুর উদ্দিন মেশকাত। এ সময় আরো উপস্থিত ছিলেন আই বি ডবিøউ এফ এর হাতিয়া উপজেলার সভাপতি আবদুল কাদের সহ প্রমূখ।

প্রধান অতিথি উপজেলা আমির মো. বোরহানুল ইসলাম তার বক্তব্যে বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর ছিল একটি নৃশংস, বর্বোরচিত, নিষ্ঠুর হত্যাযজ্ঞের দিন। জাতির সামনে দিনটির কালো অধ্যায়ের ইতিহাস যদি জানা না থাকে তাহলে তার ধারাবাহিকতা চলতেই থাকবে। পল্টন হত্যা দিবসের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে এ জাতিকে এই দেশকে সুন্দরভাবে গড়ে তোলার প্রত্যয় আমাদের সকলকে নিতে হবে। আওয়ামীলীগের নেতৃত্বে ১৪ দলীয় জোট যে নারকীয় হিংসাত্মক ঘটনা ঘটিয়েছে জাতি তা কখনো ভুলবে না।

তিনি আরো বলেন, ২০২৪ এর ছাত্র জনতার গণহত্যা শুরু হয়েছিল সেই ২৮অক্টোবরের ধারাবাহিকতা। পল্টন হত্যাকান্ডের পটভূমি ছিল মূলত ৪ দলীয় জোট সরকার যাতে সুন্দর ভাবে ক্ষমতা হস্তান্তর করতে না পারে সে ব্যাপারে আওয়ামীলীগ উঠে পড়ে লগী বৈঠার কর্মসূচিতে। লগী বৈঠার সন্ত্রাসী বাহিনীর হামলায় জামায়াতের কর্মী মোজাহিদ, হাফেজ, গোলাম কিবরিয়া শিফন, ফয়সল, জসীম-১, জসীম-২, হাবিবুর রহমান, সাইফুল্যা মাসুদের মত অনেকে শহীদ হয়েছে। শত শত জামায়াত শিবির কর্মী আহত হয়েছেন। আওয়ামীলীগের নেতৃত্বে ১৪ দলীয় ঐক্যজোটের সন্ত্রসী কর্মকান্ডের বিরুদ্ধে সকলে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

পরে একটি ভিডিও তথ্য চিত্র প্রদর্শনের আয়োজন করা হয়। মাগরিব নামাজের পর বিভিন্ন সময়ে শহীদ হওয়া ব্যক্তিদের আত্মার মাগফেরাত ও আহতদের রোগমুক্তির জন্য দোয়া করা হয়।

মেসেঞ্জার/সজিব