ঢাকা,  বৃহস্পতিবার
৩১ অক্টোবর ২০২৪

The Daily Messenger

তিতাসের জগতপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ২১:৫২, ২৭ অক্টোবর ২০২৪

তিতাসের জগতপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ

ছবি : মেসেঞ্জার

কুমিল্লার তিতাসের জগতপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের কর্মী সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) বিকাল ৩টার দিকে উপজেলার জগতপুর সাধনা উচ্চ বিদ্যালয় মাঠে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

কর্মী সমাবেশ শুরু হওয়ার আগেই বিভিন্ন ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে অংশ নেয় দলীয় নেতাকর্মীরা। একপর্যায়ে জনস্রোত নেমে আসে সমাবেশ স্থলে। কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন।

জগতপুর ইউনিয়ন বিএনপির বিএনপির সভাপতি মো.আক্তারুল হক মাষ্টারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো.নুরুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, জাতীয় রাজস্ব বোর্ডের অবসরপ্রাপ্ত কর কমিশনার ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ন-আহ্বায়ক হাজী আবুল হাশেম, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও তিতাস উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মো. সাদেক হোসেন চেয়ারম্যান, তিতাস উপজেলা বিএনপির আহবায়ক মো. ওসমান গণি ভূঁইয়া, সদস্য সচিব মেহেদী হাসান সেলিম ভূইয়া, দাউদকান্দি উপজেলা বিএনপির আহবায়ক এম এ লতিফ ভূইয়া, তিতাস উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক হাজী মো. আলী হোসেন মোল্লা, যুগ্ম-আহবায়ক আক্তারুজ্জামান ভিপি, মাহবুবুর আলম সরকার, কাজী কবির হোসেন সেন্টু, এমদাদ হোসেন আখন্দ চেয়ারম্যান, আক্তার ব্যাপারী, আশরাফুল আলম সরকার, মুন্সি আমিরুল ইসলাম মানিক, রুবি ইসলাম, ডা. গোলাম মহিউদ্দিন জিলানী ভূইয়া, হাজী মকবুল হোসেন, আবু নাসের ভূঁইয়া, তোফায়েল হোসেন খাঁন, সদর ইউনিয়ন বিএনপিথর সভাপতি মো.মহোর মুন্সি, সাধারন সম্পাদক আলী হাসান মোল্লা, আক্তারুজ্জামান, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক ফাহিম সরকার ও সদস্য সচিব আল আমিন হক বাবুসহ বিভিন্ন পর্যায়ের নেতারা কর্মীরা।

মেসেঞ্জার/সাগর/তারেক